সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ ২০২৫ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://bpsc.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে আবেদন ফি ৫০/- টাকা + ০৬/- টাকা চার্জসহ বাবদ মোট ৫৬/- টাকা, ২০০ টাকা + ২৩ টাকা চার্জ বাবদ মোট ২২৩/- টাকা পরিশোধ করতে হবে।

অনলাইনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে। কোনভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির আবেদন সম্পন্ন হবে না।

আমরা আরো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি।

 

নিয়োগকর্তার/সংস্থার নামবাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
নিয়োগকর্তার/সংস্থার ধরনসরকারি
চাকরির ধরন কি?সরকারি চাকরি।
চাকরির সময়স্থায়ী সরকারি চাকরি। (Permanent Govt Job)
জব ক্যাটাগরি০৩+৩২টি।
মোট লোক সংখ্যা০৪+৩৫৬৪ মোট ৩৫৬৮ জন।
শিক্ষাগত যোগ্যতাসার্কুলার অনুযায়ী পাস লাগবে তবে পদ অনুযায়ী ভিন্নতা আছে।
লিঙ্গনারী ও পুরুষ।
অভিজ্ঞতার কতটুকু লাগবে?নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
বয়স সীমা কতটুকু০১ আগস্ট ২০২৫ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ ও ১৮ থেকে ৩৫ বৎসর লাগবে পদ অনুযায়ী।
বেতন গ্রেড১১,৩০০/- থেকে ২৭,৩০০/- টাকা।
আবেদন করার পদ্ধতি/ধরনঅনলাইনে https://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে
আবেদন ফি কত লাগবে?৫৬/- ও ২২৩/- টাকা।
ফি জমা দেওয়ার পদ্ধতিটেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ‍SMS এর মাধ্যমে
প্রকাশের তারিখ৩১ আগস্ট ২০২৫ ইং, কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদন শুরুর দিন২১ সেপ্টেম্বর ২০২৫ ইং দুপুর ১২ঃ০০ মিনিট।
আবেদনের শেষ দিন২০ অক্টোবর ২০২৫ ইং সন্ধ্যা ৬ঃ০০ মিনিট।
কর্তৃপক্ষের ওয়েবসাইটhttps://bpsc.gov.bd/

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top