পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ সার্কুলার
পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ এ আবেদন শুধুমাত্র সরাসরি/ডাকযোগে গ্রহণ করা হবে। পল্লী বিদ্যুৎ চাকরির সরাসরি/ডাকযোগে আবেদন নির্দিষ্ট সময় ব্যাপী চলবে। এই সময়ের মধ্যে https://reb.gov.bd/ প্রবেশ করে নোটিশ বোর্ড (Notice Board) থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে।
তারপর শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ০৩ কপি রঙিন সত্যায়িত ছবি, (Passport Size Photo) দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।
অবশ্যই আবেদন পত্র ও খামের উপর সুস্পষ্টভাবে পদের নাম ও বিষয়ে উল্লেখ থাকবে। অবশ্যই নির্দিষ্ট সময়ে (আবেদন চলাকালীন সময়ে) অফিসিয়াল ঠিকানায় পাঠাতে হবে (দাখিল করতে হবে)।
এছাড়াও পল্লী বিদ্যুৎ চাকরির আবেদন ফি (Application Fee) অফিসিয়াল সার্কুলারের নির্দেশনা মোতাবেক কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে হবে। আবেদন ফি পূরণ করার পদ্ধতি পরিষ্কারভাবে অফিশিয়াল সার্কুলার ইমেজে উল্লেখিত রয়েছে।
আমরা আরো পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি।


