দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Daraz Job Circular 2025) নতুন করে আবার প্রকাশিত হয়েছে। দারাজ মোট অসংখ্য জনকে যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে ডেলিভারি রাইডার মোটরসাইকেল চাকরির ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এই সার্কুলারটি প্রকাশ করেছে।

আবেদনকারীকে অনলাইনে দারাজ চাকরির কাঙ্খিত আবেদন ০৭ সেপ্টেম্বর ২০২৫ ইং এর মধ্যে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের (National ID Card) তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি (Signature Photo) দিয়ে সম্পন্ন করতে হবে।

দারাজ নিয়োগ ২০২৫ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে নারী ও পুরুষ (Female & Male)  শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।

দারাজ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top